ঢাকা
রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিয়ের পিঁড়িতে বসছেন কিম ওকে-বিন

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম ওকে-বিন অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তার এজেন্সি ‘ঘোস্ট স্টুডিও’ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৬ নভেম্বর তিনি বিয়ে করতে যাচ্ছেন। তবে অভিনেত্রীর হবু স্বামী বিনোদন জগতের কেউ না বলে জানা গেছে।

‘ঘোস্ট স্টুডিও’ নিশ্চিত করেছে, দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম ওকে-বিন

এজেন্সির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘কিম ওকে-বিনের নতুন জীবনের জন্য আমরা সবার কাছ থেকে শুভকামনা চাই। তিনি ভবিষ্যতেও একজন অভিনেত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।’

অভিনেত্রী ইতোমধ্যে বিয়েকে সামনে রেখে ফটোশুট করেছেন, যেখানে তাকে সাদা গাউনে দেখা গেছে। সেই ছবিও প্রকাশ করেছে ঘোস্ট স্টুডিও।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম ওকে-বিন

কিম ওকে-বিন কোরিয়ান সিনেমা ও নাটকে শক্তিশালী নারী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক আলোচিত। সাহসী, স্বাধীনচেতা ও জটিল চরিত্রে তার অভিনয় তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে একটি আলাদা পরিচিতি দিয়েছে।

২০০৫ সালে তিনি ‘হুইসপারিং করিডরস ৪ ঘোস্ট ভয়েস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম সিনেমাতেই তিনি ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পান।

২০০৬ সালে ধারাবাহিক ‘হ্যালো, গড!’ এবং ‘ওভার দ্য রেইনবো’ দিয়ে তিনি দ্রুত জনপ্রিয়তা লাভ করেন।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম ওকে-বিন

তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতা আসে ২০০৯ সালে পার্ক চ্যান-উক নির্মিত ‘থার্স্ট’ সিনেমার মাধ্যমে। এই ছবির জন্য তিনি স্পেনের সিটজেস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন এবং একই সঙ্গে কানের লালগালিচায় হাঁটার সুযোগ পান।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম ওকে-বিন

এরপর কিম ‘সোর্ড অ্যান্ড ফ্লাওয়ার’, ‘আর্থডাল ক্রনিকলস’সহ বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন নাটক এবং ‘দ্য ফ্রন্ট লাইন’, ‘দ্য ভিলেনেস’র মতো আলোচিত সিনেমায় সফলতার সঙ্গে কাজ করেছেন।

NB/SN