জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’ ভিন্নধর্মী চমক নিয়ে আয়োজন করতে যাচ্ছে তাদের একক কনসার্ট সিরিজের শেষ পর্ব, ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচারাল সেন্টার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত কনসার্ট।
২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ এর উপর ভিত্তি করে আয়োজিত একক কনসার্ট সিরিজের এটি চূড়ান্ত পর্ব।
ব্যান্ড সূত্রে জানা গেছে, এই কনসার্টের মাধ্যমে অ্যালবামটির লাইভ উপস্থাপনার যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তিন ঘণ্টাব্যাপী এই আয়োজন শুধুমাত্র গানের অনুষ্ঠান নয়, বরং একটি পূর্ণাঙ্গ কনসেপ্টচ্যুয়াল কনসার্ট। থাকবে ভিন্নধর্মী চমক জোকারদের পারফর্মিং আর্ট, কবিতার পরিবেশনা, অভিনব লাইট ডিজাইন এবং ভিডিও প্রজেকশন। সব মিলিয়ে শ্রোতারা পাচ্ছেন এক অনন্য শিল্প-অভিজ্ঞতা।
ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’। নতুন এই অ্যালবামের কয়েকটি গানও ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ কনসার্টে পরিবেশিত হবে বলে জানা গেছে।
ব্যান্ডের ভোকাল, গিটারিস্ট ও গীতিকার প্রবর রিপন বলেন, ‘একটি ব্যান্ডকে গভীরভাবে জানতে হলে তার অ্যালবাম ও একক কনসার্ট দেখা জরুরি। সাধারণ কনসার্টে সময়ের সীমাবদ্ধতায় শ্রোতারা অনেক কিছু মিস করে ফেলেন। তাই আমাদের একক কনসার্টের এই উদ্যোগ।’
তিনি আরও জানান, গত চার বছরে ঢাকায় তিনবারসহ দেশের সব বিভাগীয় শহরে এককভাবে এই কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র খুলনায় উপযুক্ত ভেন্যু না পাওয়ায় সেখানে অনুষ্ঠান আয়োজিত হয়নি।
আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্টের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ব্যান্ডের সদস্যরা বর্তমানে প্র্যাকটিস প্যাডে প্রস্তুতির চূড়ান্ত পর্বে ব্যস্ত সময় পার করছেন।
প্রসঙ্গত, ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’ প্রভৃতি গান তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অ্যালবাম প্রকাশের পর থেকেই দেশ-বিদেশে দুই শতাধিক কনসার্টে অংশ নিয়ে নিজেদের অবস্থান পোক্ত করেছে ব্যান্ডটি।
এই কনসার্টের মাধ্যমে এক অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছে ‘সোনার বাংলা সার্কাস’। এখন অপেক্ষা নতুন অধ্যায় ‘মহাশ্মশান’ এর জন্য।
বন্ধুত্ব না প্রেম? অমিতাভ নাতি ও শাহরুখ কন্যার ভিডিও ভাইরাল
রাজনীতি বুঝি না, আমরা বাংলা ছবির শিল্পী : চঞ্চল চৌধুরী