দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের এক কিংবদন্তী, 'হাই কিক' (High Kick) খ্যাত প্রবীণ অভিনেতা লি সুন-জায়ে ৯১ বছর বয়সে মারা গেছেন। প্রায় ছয় দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিরলসভাবে কাজ করে তিনি কোরীয় শিল্পকলায় এক বিশাল শূন্যতা তৈরি করলেন।
তার অভিনয় জীবনের শুরুটা হয় সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন। ১৯৫৬ সালে 'বিয়ন্ড দ্য হরাইজন' নাটকের মাধ্যমে মঞ্চে তার অভিষেক ঘটে। এরপরের ছয় দশক ধরে তিনি বহু প্রজন্ম ধরে বিভিন্ন মাধ্যমে তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।
প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে লি সুন-জায়ে আনুমানিক ১৪০টি উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেন। 'হাই কিক থ্রু দ্য রুফ'-এর মতো জনপ্রিয় সিটকমের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। পাশাপাশি, 'দ্য কিং’স ফেস' এর মতো ঐতিহাসিক নাটকে তার শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
তার সাম্প্রতিক এবং বহুল প্রশংসিত কাজগুলোর মধ্যে একটি হলো 'নাবিলেরা', যেখানে তিনি দীর্ঘদিন ধরে পুষে রাখা স্বপ্ন পূরণের চেষ্টায় থাকা একজন বয়স্ক মানুষের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও, 'ডিয়ার মাই ফ্রেন্ডস', 'সেজং', 'ফাদার’স হাউজ' এবং 'দ্য গ্রেট কিং' তার স্মরণীয় কাজের অন্তর্ভুক্ত।
লি সুন-জায়ে দক্ষিণ কোরিয়ার প্রথম প্রজন্মের টেলিভিশন অভিনেতাদের একজন হিসেবে ব্যাপকভাবে পরিচিতি। ১৯৬০-এর দশকে কোরীয় টিভির পরীক্ষামূলক যুগের সঙ্গে বর্তমানের বিশ্বজুড়ে জনপ্রিয় কে-ড্রামার মধ্যে তিনি একটি সফল সেতুবন্ধন তৈরি করেছেন।
১৪ বছরের সংসারের ইতি টানলেন অভিনেত্রী
বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না