ঢাকায় শীতের আমেজ: তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এএম

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি ক্রমশ তীব্র হচ্ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীতে চলতি মৌসুমের অন্যতম কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানিয়েছে, এ সময় আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হিমেল বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী তিন দিনের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সারাদেশেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, ফলে শীতের প্রকোপ কিছুটা বাড়তে পারে।

DR/AHA