মাঘ মাসের শুরুতে দেশের শীতকালীন আবহাওয়ার চিত্রে বড় ধরনের শৈত্যপ্রবাহের তীব্রতা দেখা যাচ্ছে না।
শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সংজ্ঞা অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তবে দেশের শুধু একটি এলাকায় তাপমাত্রা কম থাকায় এবার শৈত্যপ্রবাহের ঘোষণা দেয়নি আবহাওয়া অধিদপ্তর।
এর আগে গত ১৬ জানুয়ারি দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিন তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে এবং এরপর ধীরে ধীরে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে মাঘ মাসে আবার শৈত্যপ্রবাহ ফিরে আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অন্তত ২৬ জানুয়ারি পর্যন্ত দেশে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা নেই। এর পর পরিস্থিতি কেমন হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে শৈত্যপ্রবাহ না থাকলেও, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী মাঘ মাসে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকাই স্বাভাবিক। ফলে দেশের কিছু এলাকায় শীতের তীব্রতা অনুভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
ফের শৈত্যপ্রবাহের শঙ্কা, উত্তর ও পশ্চিমাঞ্চলে কমবে তাপমাত্রা
