দীর্ঘদিন ধরে দাবদাহের পর বৃহস্পতিবার (২ মে) ঢাকাসহ কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হয়েছে। বৃষ্টির এ প্রবণতা ঢাকাসহ চার বিভাগে শুক্রবারও (৩ মে) অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল সাড়ে ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তর থেকে করা ব্রিফিংয়ে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াস বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে।
খন্দকার হাফিজুর রহমান বলেন, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছেন তিনি।
