ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল: ভারতের চার রাজ্যে রেড এলার্ট

আপডেট : ২৬ মে ২০২৪, ১২:৪৭ এএম

বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা থেকে ভারতের চারটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ(আইএমডি)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইএমডি বলেছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি করা হলো। আগামী ২৭মে থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ওইদিন প্রদেশগুলোতে ২০৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে।ওই সময় ঘূর্ণিঝড়টিতে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। আর ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির কারণে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত জারি করা হতে পারে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ নাকি ভারতের পশ্চিমবঙ্গে মূল আঘাত হানবে সেটি জানার চেষ্টা করা হচ্ছে। এ কারণে শুরু থেকেই ঘূর্ণিঝড়টির গতিবিধির ওপর লক্ষ্য রাখা হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে এবং শেষ ৬ ঘণ্টার প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার করে এগিয়েছে এটি।

RY/WA
আরও পড়ুন