রাতেই ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:৩৬ পিএম

জ্যৈষ্ঠের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে তীব্র গরমের দাপটও কিছুটা কমেছে। এই অবস্থায় আজ রাতের মধ্যে ঢাকাসহ দেশের ৫ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (১৬ মে) রাত ১টার মধ্যে ঢাকাসহ টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে শুক্রবার রাতের মধ্যে বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার কোনো কোনো উপজেলার উপরে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

AHA