আগামী নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চলতি সেপ্টেম্বর থেকে আগামী নভেম্বর পর্যন্ত দেশে ৬ থেকে ১০ দিন বজ্রঝড় হতে পারে। তিন মাসের দীর্ঘমেয়াদী (সেপ্টেম্বর-নভেম্বর, ২০২৫) আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সেপ্টেম্বর থেকে আগামী নভেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই ৩ মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যারমধ্যে এক বা দু’টি নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
এছাড়া আগামী ৩ মাসে দেশে ৬ থেকে ১০ দিন বজ্রঝড় হতে পারে। সেই সঙ্গে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ২ থেকে ৩টি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮° সে.) বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সদ্য বিদায়ী আগস্টে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হলেও দেশের অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
এই অবস্থায় চলতি সেপ্টেম্বরে ঢাকা বিভাগে ২৬০ থেকে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এ মাসে চট্টগ্রাম বিভাগে ৩৩০ থেকে ৩৬০ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ৩১০ থেকে ৩৩০ মিলিমিটার, সিলেট বিভাগে ৩৬০ থেকে ৩৯০ মিলিমিটার, রাজশাহী বিভাগে ২৪০ থেকে ২৭০ মিলিমিটার, রংপুর বিভাগে ৩৬০ থেকে ৩৯০, খুলনা বিভাগে ২৭০ থেকে ২৮০ এবং বরিশাল বিভাগে ৩১০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
চীনের উত্থান অপ্রতিরোধ্য: শি জিনপিং