ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশজুড়ে বৃষ্টি, বাড়ছে ঝড়ের আশঙ্কা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম

সাগরে সক্রিয় গভীর নিম্নচাপের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর থেকেই রাজধানীর আকাশ ঢাকা ছিল গুমোট মেঘে। আলো ফোটার পরপরই শুরু হয় বৃষ্টি, যা থেমে থেমে চলতে থাকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি আগামী ৩ থেকে ৪ দিন সক্রিয় থাকতে পারে। এর প্রভাবে সারাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং আবহাওয়ার বৈরী অবস্থায় রাজধানীতে যানবাহনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। ফলে একদিকে যেমন যানজট কম ছিল, অন্যদিকে অনেকে প্রয়োজনীয় কাজে বাইরে বের হয়ে পরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন, বৃষ্টির সময় সম্ভাব্য ঝড়ো হাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে এবং বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও বিপদাপন্ন এলাকায় সাবধানে চলাফেরা করতে। সাগরে নিম্নচাপ সক্রিয় থাকায় জেলেদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বৃষ্টি ও দমকা হাওয়ার এই ধারা চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

DR/SN
আরও পড়ুন