ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উপকূলীয় এলাকা এখন শঙ্কামুক্ত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এএম

বাংলাদেশের উপকূলীয় এলাকা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে আর কোনো ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই। তাই দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে সংস্থাটি।

শনিবার (৪ অক্টোবর) সকালে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা এই চারটি সমুদ্রবন্দর থেকে সকল সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে আপাতত কোনো নিম্নচাপ কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার লক্ষণ না থাকায় সমুদ্রগামী নৌযান ও জেলেদের জন্যও ঝুঁকি কমে এসেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্যান্য এলাকায় স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলে জানানো হয়েছে।

DR/SN
আরও পড়ুন