ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপের সম্ভাবনা

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ এএম

শীতের আমেজ শুরু হওয়ার কথা থাকলেও দেশের আবহাওয়ার চিত্র ভিন্ন। বেড়েছে তাপমাত্রা ও গরমের তীব্রতা, আর বৃষ্টিপাতও প্রায় বন্ধ। এমন পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি ঘনীভূত হলে তা নিম্নচাপে রূপ নিতে পারে, যা সাগরে ঝড়ো পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই উপকূলবর্তী এলাকার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বুধবার (২২ অক্টোবর) সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সুস্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু বর্তমানে মনসুন শেষ হয়ে গেছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে।

NB/AHA
আরও পড়ুন