ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কবে শুরু হচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও শীঘ্রই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আবহাওয়া পরিবর্তিত হতে পারে। আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলতি মাসের ২৮ অথবা ২৯ অক্টোবর থেকে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’ দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে পারে।

বিডব্লিউওটির ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই বৃষ্টিবলয় খুবই শক্তিশালী এবং এতে দেশের অধিকাংশ এলাকায় পর্যায়ক্রমে বৃষ্টিপাত হতে পারে। অনেক জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, এটি ২৭ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’, যা থাইল্যান্ডের দেওয়া। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তিশালী হয়ে ‘সিভিয়ার সাইক্লোন’ অর্থাৎ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

নিম্নচাপ ও বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা হ্রাস পাবে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

NB/SN
আরও পড়ুন