ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিজিটাল প্রেসক্রিপশন সিস্টেম চালুর চেষ্টা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৩:২১ এএম

প্রেসক্রিপশন ছাড়াই এন্টিবায়োটিক বিক্রি বন্ধে ডিজিটাল প্রেসক্রিপশন সিস্টেম চালুর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সোমবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এক শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামান্য সর্দি-জ্বর হলেই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এন্টি মাইক্রোবিয়াল রেসিস্টেন্ট ভয়ানক জিনিস। এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে আরও শক্ত হতে হবে। ফার্মেসিতে গিয়ে কঠোরভাবে মনিটরিং করতে হবে। ইলেকট্রনিক প্রেসক্রিপশন সিস্টেম চালু করা হলে যথাযথ মনিটরিং করা সম্ভব হবে। ওষুধের যথেচ্ছা ও মাত্রাতিরিক্ত ব্যবহারও নিয়ন্ত্রণ করা যাবে।

মন্ত্রী বলেন, একজন দরিদ্র মানুষ রংপুর থেকে ডায়ালাইসিসের জন্য ঢাকা আসবেন, সেটা তো হয় না। আমি এমন প্রকল্প নিয়েই কাজ করব যেটা শেষ করতে পারবো। স্বাস্থ্যখাতে যে বরাদ্দ দেওয়া হয় সেটার সদ্ব্যবহার করতে পারলে অনেক কিছুই করা সম্ভব। প্রান্তিক পর্যায়ে জনগণের যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারলে ঢাকায় বসে যতই লেকচার দেওয়া হোক লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

AS
আরও পড়ুন