কোরবানি দিতে গিয়ে আহত হয়ে এখন পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) চিকিৎসা সেবা নিয়েছেন ৯৪২ জন এবং ভর্তি আছেন ৩২৪ জন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনসাল্ট্যান্ট ডা. রিপন ঘোষ সোমবার (৯ জুন) এ তথ্য জানান।
তিনি বলেন, কোরবানির দিনে ভাঙা ও কাটা-ছেঁড়া রোগী চিকিৎসা সেবা নিতে এসেছেন ৩২৫ জন। এর মধ্যে জরুরি অপারেশন লেগেছে ১০২ জনের। একই দিনে গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছেন ১২২ জন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
ঈদের দ্বিতীয় দিনেও আহত হয়ে হাসপাতালে আসেন ৩০১ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ৮৩ জনের। আর ভর্তি হয়েছেন ১১৭ জন।
এর আগে, ঈদের আগের দিন পশু কিনতে গিয়ে লাথিতে হাত-পা ভাঙা রোগী এসেছেন ৩১৬ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ৭৯ জনের। আর ভর্তি হয়েছে ৮৫ জন।
সবমিলিয়ে ঈদের তিনদিনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৯৪২ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ২৬৪ জনের। হাসপাতালে ভর্তি ৩২৪ জন এবং হাসপাতাল ছেড়ে গেছেন ৬১৮ জন।
