স্বাস্থ্য খাতে ৪৫ বছরের বৈষম্য দূর করে চার দফা দাবির স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন ডিপ্লোমা চিকিৎসকরা।
রোববার (৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের পর তারা সরাসরি যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। তবে প্রেস ক্লাব এলাকা ছাড়ার আগেই পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয়। ফলে স্মারকলিপি জমা দেওয়া ব্যাহত হয় এবং কর্মসূচি স্থগিত ঘোষণা করতে হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে মিছিল থামার সময় এসে বাগবিতণ্ডা শুরু হয়েছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সংগঠনের শীর্ষ নেতারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে সহিংসতা এড়াতে কর্মসূচি স্থগিত করেন। তারা বিকল্প পথে দাবি আদায়েরও ঘোষণা দেন।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নিয়ম মেনে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের পথরোধ করেছে। এটা নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
তিনি বলেন, সংঘাতে যেতে চাই না বলে কর্মসূচিটি সাময়িক স্থগিত করা হয়েছে।
ভূঁইয়া আরও জানান, সোমবার (৭ জুলাই) থেকে প্রতিদিন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্দিষ্ট সময়পূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি হস্তান্তর করবে।
ডিপ্লোমা চিকিৎসকরা জানান, দীর্ঘদিন ধরেই পেশাগত স্বীকৃতি, হাইকোর্টের রায় বাস্তবায়ন, ১০ম গ্রেডে পদোন্নতি, শূন্য পদে নিয়োগ এবং উচ্চশিক্ষার সুযোগ দাবি করে আসছেন।
তবে স্বাস্থ্য খাতের সংস্কারে তারা উপেক্ষিত বোধ করছেন এবং তাদের পেশাগত ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
আন্দোলনকারীরা বলেন, তারা কোনো ধরনের সহিংসতায় বিশ্বাস করেন না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের নজর আকর্ষণ করতে চায়। দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি বিনা বিকল্পে নিতে বাধ্য হব।