সারাদেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত করা হয়। তবে একই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২৫ জন। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে ২০ লাখ ৫২ হাজার ২১৭ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৬৭২ জন।
২৪ ঘণ্টায় আরও ৭ জনের করোনা শনাক্ত