ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হঠাৎ করে শরীর শুকিয়ে যাওয়ার কারণ কী?

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৬ এএম

হঠাৎ করে শরীর শুকিয়ে (ওজন কমে) যাওয়া অনেক গুরুতর শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। এটি শুধু ডায়েট বা পরিশ্রমের কারণে নয়, বরং বিভিন্ন অসুস্থতা বা শরীরের ভিতরে ঘটে যাওয়া জটিলতার ফলেও হতে পারে।

দেখে নিন শরীর শুকিয়ে যাওয়ার সম্ভাব্য কারণগুলো-

১. ডায়াবেটিস: অতিরিক্ত প্রস্রাব, পিপাসা, ক্ষুধা এবং ওজন কমে যাওয়া—এসব ডায়াবেটিসের লক্ষণ।
২. থাইরয়েড সমস্যা (হাইপারথাইরয়েডিজম): থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত হরমোন তৈরি করলে বিপাকক্রিয়া বেড়ে যায় এবং ওজন হঠাৎ কমে যেতে পারে।
৩. ক্যানসার: অনেক ধরনের ক্যানসারে শরীর দ্রুত শুকিয়ে যেতে পারে, বিশেষ করে যখন শরীর পুষ্টি শোষণ করতে না পারে।
৪. টিউবারকুলোসিস (ক্ষয় রোগ): দীর্ঘমেয়াদী কাশি, জ্বর, রাতে ঘাম, এবং দ্রুত ওজন হ্রাস—ক্ষয় রোগের (টিবি) প্রধান লক্ষণ।
৫. হজম ও অন্ত্রের রোগ: যেমন: ক্রোন’স ডিজিজ, সেলিয়াক ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস। এগুলোতে খাবারের পুষ্টি শোষণ কমে যায়।
৬. দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা বিষণ্নতা: মানসিক চাপের কারণে ক্ষুধা কমে যেতে পারে এবং ফলে ওজন কমে যায়।
৭. সংক্রমণ বা দীর্ঘস্থায়ী ইনফেকশন: পরজীবী সংক্রমণ ইত্যাদিও শরীর শুকিয়ে যাওয়ার কারণ হতে পারে।
৮. পুষ্টিহীনতা বা খাওয়ার অনিয়ম: পর্যাপ্ত খাবার না খাওয়া বা অপুষ্টি হলে শরীর দুর্বল ও শুকিয়ে যেতে পারে।

করণীয়-
১. রক্ত পরীক্ষা (সিবিসি, থাইরয়েড, ব্লাড সুগার)

২. ইউরিন ও স্টুল টেস্ট

৩. এক্স-রে/আল্ট্রাসোনো (প্রয়োজনে)

সতর্কতা-
যদি শরীর শুকানোর পাশাপাশি ক্লান্তি, ঘুম কমে যাওয়া, বুক ধড়ফড়, জ্বর বা দীর্ঘদিনের কাশি থাকে—তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।

khk
আরও পড়ুন