ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে করোনায় একজনের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৯:১৭ পিএম

দেশে করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। তবে সারাদেশে নতুন করে কারো শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়নি। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় একজন নারী মারা গেছেন। তার বয়স ৩১-৪০ বছরের মধ্যে। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এদিকে গত ২৪ ঘণ্টায় ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারো করোনা শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭২৭ জনে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ২৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সারা দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫৩১ জনে ঠেকেছে।

LH/FJ
আরও পড়ুন