ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি প্রদান করলো সামস্-সন্ধ্যা ট্রাস্ট

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১০:০৪ এএম

অসুস্থ, বেকার ও এতিম সাংবাদিক কন্যাদের শিক্ষাবৃত্তি দিলো সামস্-সন্ধ্যা ট্রাস্ট। অপেক্ষাকৃত অস্বচ্ছল সাংবাদিক পরিবারের মেধাবী কন্যা সন্তানদের নিয়মিত এই শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। 

শনিবার (৯ নভেম্বর) সকালে রামপুরা বনশ্রীতে ‘খবর সংযোগ’ কার্যালয়ে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

শিক্ষাবৃত্তির অনুদান তুলে দিচ্ছেন খবর সংযোগের এডিশনাল চীফ কো-অর্ডিনেটর মো. মাজহারুল হক পাঠান।

সাংবাদিক কন্যা দশজনকে শিক্ষাবৃত্তির এই বছরের শেষ কিস্তি তাদের হাতে তুলে দেওয়া হয়। প্রতি শিক্ষার্থী বছরে ১২ হাজার টাকার বৃত্তির শেষ কিস্তির চার হাজার টাকা করে পান।

আগামীর বাংলাদেশে নারী হোক স্বনির্ভর এমন প্রত্যাশা করে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষালাভের মধ্যদিয়ে নারীরা এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তারা বলেন, নারী শিক্ষার যত অগ্রগতি এবং স্বনির্ভরতা আসবে আমাদের সমাজ ও দেশও ততটা এগিয়ে যাবে। শিক্ষিত নারী ছাড়া শিক্ষিত জাতি কল্পনা করা যায় না।

শিক্ষাবৃত্তির অনুদান তুলে দিচ্ছেন খবর সংযোগের ডিভিশনাল কো-অর্ডিনেটর মুর্শিদা খান শিখা।

সিনিয়র সাংবাদিক, সংগঠক ও মানবাধিকারকর্মী জাকির মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া ফ্রন্ট লাইনের সিনিয়র কর্মকর্তা সাংবাদিক আবু দারদা জোবায়ের, এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মো. মাজহারুল হক পাঠান ও ডিভিশনাল কো-অর্ডিনেটর মুর্শিদা খান শিখা প্রমুখ।

গবেষণা ও সামাজিক প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইনের সার্বিক সমন্বয় এবং তত্ত্বাবধানে শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়েছে।

বিশিষ্ট ব্যাংকার ও ‘সামস-সন্ধ্যা ট্রাস্ট’-এর চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের উদ্যোগে দু’জন মহীয়সী নারীর স্মরণে সামস্-সন্ধ্যা ট্রাস্টের যাত্রা শুরু হয়।

SN/FI
আরও পড়ুন