ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্রিটেনে শেখ হাসিনার বক্তব্যের ভুয়া ভিডিও ভাইরাল!

গত ৭ ডিসেম্বর “যুক্তরাজ্যে জাতির সঙ্গে সরাসরি ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা” শীর্ষক দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে শেখ হাসিনার ভাষণর একটি ভিডিও প্রচার করা হয়েছে।

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম

গণঅভ্যুত্থানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ব্রিটেনে দেয়া বক্তব্যের একটি ভুয়া ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। আসলে ওই ভিডিওটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ভাষণের নয় এবং এটি যুক্তরাজ্যেও নয়। বরং, ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে শেখ হাসিনার দেয়া ভাষণের ভিডিও। এটিকেই তার ব্রিটেনে দেয়া বক্তব্য হিসেবে সমাজ মাধ্যমে প্রচার করা হয়েছে। খবর রিউমর স্ক্যানার’র।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ৭ ডিসেম্বর ‘যুক্তরাজ্যে জাতির সঙ্গে সরাসরি ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা’ শীর্ষক দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে হাসিনার ভাষণর একটি ভিডিও প্রচার করা হয়েছে। এর সঙ্গে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওটির  হুবহু মিল পাওয়া যায়।

রিউমর স্ক্যানার আরও জানায়, এছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে হাসিনার যুক্তরাজ্যে সরাসরি ভিডিওতে ভাষণ দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

৫ আগস্ট জনতার গণ-আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, শেখ হাসিনা দিল্লিতেই আছেন। এরপর কয়েকটি অডিও ক্লিপ ফাঁস হলেও হাসিনার কোনো ভিডিও ক্লিপ পাওয়া যায়নি। তাকে প্রকাশ্যে বক্তব্য দিতেও দেখা যায়নি। 

 

NC
আরও পড়ুন