ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘রমজান মোবারক’ ক্যাপশনসহ রোনালদো-জর্জিনার ছবিটি ভুয়া

‘ওয়েবসাইটটির বিশ্লেষণে দেখা গেছে, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯২%।’

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম

বিভিন্ন সমাজ মাধ্যমে ‘রমজান মোবারক’ ক্যাপশনসহ পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের ভাইরাল হওয়া ছবিটি ভুয়া। খবর রিউমর স্ক্যানার ডটকম’র।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্মীয় পোশাকে ইফতার টেবিলে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের আলোচিত ছবিটি বাস্তব নয়। বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

ছবিটিতে রোনালদোকে ধর্মীয় পোশাক সাদা পাঞ্জাবি পরিহিত, আর জর্জিনা হিজাব পরে আছেন দেখা যায়। তাদের পেছনে খাবারের টেবিলে ইফতারির আয়োজনও দেখা যাচ্ছে। ছবিটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘রমজান মোবারক’ ক্যাপশনসহ শেয়ারও করা হচ্ছে। 

ভাইরাল ছবিটির সত্যতা যাচাই করতে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনা করা হয়। তবে সেখানে সংশ্লিষ্ট ছবিটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এই বিষয়ে আরও অনুসন্ধানে ‘Abdulrahman Ahmed’ নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১ মার্চ প্রকাশিত একটি পোস্টে ওই ছবি সম্বলিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। ওই প্রোফাইল পর্যালোচনায় দেখা যায়, অ্যাকাউন্টটির বায়োতে নিজেকে ‘ক্রিয়েটিভ এআই ডিজাইনার’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এছাড়া, প্রোফাইলে এআই দিয়ে তৈরি আরও অনেক ছবি পাওয়া যায়, যার মধ্যে রয়েছে মক্কায় মেসি ও রোনালদোর ছবি, মক্কায় রোনালদো ও জর্জিনার ছবি  এবং ইফতার টেবিলে রোনালদোর সঙ্গে একাধিক ফুটবল খেলোয়াড়ের সেলফি।

এ বিষয়টি পর্যালোচনার পর, রিউমর স্ক্যানার টিম ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে। ছবিতে রোনালদোর গলায় আরবি হরফে একটি ট্যাটু দেখা যায়, তবে বাস্তবে রোনালদোর শরীরে কোনো ট্যাটু নেই। ২০১২ সালে ইতালীয় গণমাধ্যম “দিরেত্তা”-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি ট্যাটু করাই না, কারণ এটি আমাকে রক্তদান থেকে বিরত রাখতে পারে।’

ছবিটির সত্যতা সম্পর্কে আরও নিশ্চিত হতে, রিউমর স্ক্যানার টিম ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম হাইভ মোডারেশনে ছবিটি বিশ্লেষণ করে। ওয়েবসাইটটির বিশ্লেষণে দেখা গেছে, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার সম্ভাবনা ৯২%।

সুতরাং, ধর্মীয় পোশাকে ইফতার টেবিলে রোনালদো-জর্জিনার এআই দিয়ে তৈরি করা ছবি বাস্তব বলে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা।

 

FJ
আরও পড়ুন