আগের মতো নির্বাচনের আগের রাতেই সব কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী পৌঁছে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ১০তম কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনি সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী আগের মতো আগের রাতেই সব কেন্দ্রে পৌঁছে যাবে। আমাদের যেহেতু দুটো নির্বাচন একসঙ্গে করতে হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসঙ্গে হবে। দুটি বিষয়ে ম্যানেজমেন্টে করতে হবে। আপনারা জানেন আমরা একটা মক ভোটিং করেছিলাম। সেটার অভিজ্ঞতা প্লাস মাঠপর্যায়ে যারা এর আগে ভোট আয়োজন করেছেন তাদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, এই সপ্তাহের মধ্যেই আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করব।
সপ্তাহটা কবে থেকে ধরা হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে।
ইসি সানাউল্লাহ জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। অন্যান্য সময় যেমনটা থাকে, ঠিক তেমনই। এছাড়া দুর্গম এলাকায় ব্যালট পেপার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিবহনে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো ইসি
জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি