ঢাকা থেকে দক্ষিণ সুদানে গেছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন শান্তিরক্ষী দল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদানে (ইউএনএমআইএসএস) অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের একটি কন্টিনজেন্ট মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
এই দলটি ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১’ হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে। তারা সেখানে বর্তমানে কর্মরত ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’-এর স্থলাভিষিক্ত হবে। আগামী ১৯ ডিসেম্বর আরও ৩৯ জন সদস্য দ্বিতীয় দফায় মিশনে যোগ দেবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জাতিসংঘের নির্দেশনায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দীর্ঘদিন ধরেই দক্ষিণ সুদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। দুর্গম নদীপথে জ্বালানি, খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা বহনকারী বার্জের নিরাপদ চলাচল নিশ্চিত করা, জলপথে জলদস্যুতা প্রতিরোধ, নৌপথ নজরদারি এবং স্থানীয় জনগণের অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা দিচ্ছে এই ইউনিট।
এছাড়া, বার্জে কর্মরত বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত জলযানের উদ্ধারকাজ এবং শান্তিরক্ষী বাহিনীর জন্য দুর্গম এলাকায় রসদ পরিবহণের কাজ নিয়মিতভাবে পরিচালনা করছে নৌবাহিনীর এই ইউনিট।
বাংলাদেশ নৌবাহিনী তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তিরক্ষা কার্যক্রমে নিরবচ্ছিন্নভাবে অংশ নিচ্ছে। এ সময় তারা আহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের উদ্ধার, জরুরি চিকিৎসা সহায়তা এবং ডুবুরি সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে জাতিসংঘ মিশনে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ দায়িত্ব পালন করছে। যা উপমহাদেশ থেকে একমাত্র মেরিটাইম টাস্কফোর্স হিসেবে সেখানে নিয়োজিত।
আইএসপিআর আরও জানায়, দক্ষিণ সুদানে নীল নদ পাড়ি দিয়ে ইতোমধ্যে ১ হাজার ৩১১ কিলোমিটার পথ অতিক্রম করে ৭১টি সফল লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফ লাইন) সম্পন্ন করা হয়েছে।
শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজ অনুষ্ঠিত
সেনাবাহিনীর তত্ত্বাবধানে বরিশালে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির কর্মশালা
নির্বাচনের জন্য প্রস্তুত ৫ হাজার নৌ সদস্য: নৌবাহিনী প্রধান