মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় ফুলের বাগানের কোনো ক্ষতি না করার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এছাড়া অপর এক নির্দেশনায় বলা হয়েছে, ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।
এদিকে দিবসটি উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সকাল ১০টায় জমকালো এয়ার শো অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
