মহান বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন করতে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সাভার জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন ও প্রধান উপদেষ্টার বাসভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় দিবসের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৩ ডিসেম্বর থেকেই দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।
সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে র্যাব জানায়, জনসমাগমপূর্ণ এলাকা, ভিভিআইপি ও বিদেশি কূটনীতিকদের চলাচলের পথে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শহরের প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নাশকতা রোধে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড কৌশলগত স্থানে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
নিরাপত্তা পরিকল্পনায় সাইবার জগতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। অনলাইনে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করছে। এছাড়া অনুষ্ঠানস্থলে ব্যাগ বা সন্দেহজনক বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে।
নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিং রোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাং যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বস্তি, আবাসিক হোটেল ও মেসগুলোতেও তল্লাশি চালানো হচ্ছে।
যেকোনো প্রয়োজনে র্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের হটলাইন নম্বরে (০১৭৭৭৭২০০২৯) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল