পবিত্র বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে আগামী বুধ ও বৃহস্পতিবার (২৪-২৫ ডিসেম্বর) ঢাকার জার্মান দূতাবাস বন্ধ থাকবে।
সোমবার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, জার্মানির দূতাবাস ২৪ ও ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বন্ধ থাকবে। আগামী ২৮ ডিসেম্বর দূতাবাস পুনরায় কার্যক্রম শুরু করবে।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর বড় দিনের ছুটি। ওইদিন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মের দিনে এই উৎসবটি পালিত হয়। বড় দিনের ছুটির পরে আগামী ২৬-২৭ ডিসেম্বর সরকারি ছুটি।
আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় দূতাবাস খুলছে বাংলাদেশ