মনোনয়নপত্র বাতিল: প্রথম দিনে ৪২ প্রার্থীর আপিল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম

রিটার্নিং অফিসারদের  যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলে আপিলের প্রথমদিনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ৪২ জন প্রার্থী।

সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের হিসাব থেকে এই তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপিলের প্রথম দিনে সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা অঞ্চল থেকে। তবে সিলেট অঞ্চল থেকে এদিন কোনো আপিল জমা পড়েনি।

আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল আবেদন নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

ইসি জানায়, আপিলের প্রথম দিনে রংপুর অঞ্চল থেকে ৩টি, রাজশাহী থেকে ৫টি, খুলনা থেকে ৩টি, বরিশাল থেকে ১টি, ময়মনসিংহ থেকে ১টি, ঢাকা থেকে ১৫টি, ফরিদপুর থেকে ৭টি, কুমিল্লা থেকে ৫টি এবং চট্টগ্রাম থেকে ২টি আবেদন জমা পড়েছে। সিলেট অঞ্চল থেকে কোনো আপিল হয়নি। তবে কুমিল্লায় একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেছেন।

এর আগে রবিবার ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বিভিন্ন বুথে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়। মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন প্রায় সাড়ে তিন শ স্বতন্ত্র প্রার্থী, যা মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক।

FJ
আরও পড়ুন