ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ ও সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপির প্রতিনিধি দল
