যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সীমিত হওয়ায় শনিবার দুপুর ১২টা থেকে আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে।

এর ফলে ঢাকা ও আশপাশের তিতাস নিয়ন্ত্রিত শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

DR/AHA
আরও পড়ুন