ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেড় মাসে ৩৭৬ বাসে আগুন, ২৪১ গাড়ি ভাঙচুর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ এএম

গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৩৭৬টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে ২৪১টি যানবাহন ভাঙচুর করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দেড় মাসে (২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত) সারাদেশে ২৪১টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। একই সময়ে ৩৭৬টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুধু রাজধানীতে ১২৩টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। এ ছাড়া তিনটি ট্রেনে আগুন দেয়া হয়। 

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতাকর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি ১১ দফা অবরোধ ও ৩ দফা হরতাল কর্মসূচি দিয়েছে। এসব কর্মসূচি ঘিরে বাসে আগুন ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটছে। 

আরও পড়ুন