ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জার্মা‌নির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মা‌নির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্প‌তিবার (১৫ ফেব্রুয়া‌রি) বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহন করা একটি বিশেষ বিমান ছেড়ে যায়। দুই দিনের সফরে জার্মানে থাকবেন প্রধানমন্ত্রী। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। এ সম্মেলনে বিশ্বের ৬০টি দেশের সরকারপ্রধানের অংশগ্রহণ করার কথা রয়েছে।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং ক্লাইমেট ফাইন্যান্স সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করবেন।

MB/FI
আরও পড়ুন