টয়োটা-নাভানা ইন্ডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪ এর চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে আজ। শুক্রবার (৮ মার্চ) আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
চার দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি ও বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ৮০০ জন গলফার অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্পন্সর, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

