প্রথম সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

প্রথম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশে তার মূল্যবান বক্তব্য দেন। প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং একই সঙ্গে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এই প্রতিযোগিতায় মিশর, বাহরাইন, কুয়েত, জাপান, হংকং, মালয়েশিয়া, বেলজিয়াম, পাকিস্তান, বাংলাদেশসহ ৯টি দেশের ২৪ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করেন।

AHA
আরও পড়ুন