তাপপ্রবাহে পুড়ছে দেশ। এরমধ্যে বেশ কয়েকটি অঞ্চলে ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একেক দিন ভাঙছে আগের সব রেকর্ড।
সোমবার (২৯ এপ্রিল) প্রায় ১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে গেছে। এর আগে, রোববার (২৮ এপ্রিল) ১১ অঞ্চলের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে। একইভাবে ঢাকার তাপমাত্রা সোমবার আবারও ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে।
ঢাকায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, যা রোরবার ছিল ৩৯ ডিগ্রি। এর আগের দিন শনিবার ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি। তবে সুখবর হচ্ছে ২ বা ৩ মে সিলেটে ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছু সময়ের জন্য কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অধিদপ্তর।
রোরবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৯ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। রোরবার ছিল যশোরে ৪২ দশমিক ২।
৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকা অঞ্চলগুলো হচ্ছে— ঈশ্বরদী, যশোর, রাজশাহী, বাঘাবাড়ি, কয়রা, ফরিদপুর, মোংলা, খুলনা, টাঙ্গাইল, কুমারখালি, বদলগাছি, বগুড়া, আরিচা, গোপালগঞ্জ এবং সাতক্ষীরা। এ হিসেবে দেশের প্রায় ১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে অবস্থান করছে। এর আগে এ দিন ১১ অঞ্চলের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির উপরে।
