প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া মানুষদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের লক্ষ্য। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে শ্রমিকদের মজুরি বাড়িয়েছে।
বুধবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি-জামায়াত জোট। সরকার চায় শ্রমিকরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠুক। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ করতে নানা পদক্ষেপ হাতে নিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, ন্যায্য পাওনা থেকে কেউ শ্রমিকদের বঞ্চিত করলে যতোই আন্তর্জাতিক খ্যাতি হোক তাকে ছাড় দেওয়া হয় না। শ্রমিকের অধিকারের জন্য যারা জীবন দিয়েছিলেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবেই জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা জানেন অনেক কারখানায় আগুন লাগে। সেই আগুন কেন লাগে আমরা সে বিষয়টি খুঁজে বের করেছি। অগ্নি নির্বাপণ ব্যবস্থারও উন্নতি করেছি।
প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে যদি ১০টি উল্লেখযোগ্য গার্মেন্টস থাকে সেই দশটিই বাংলাদেশের। আমরা ইমার্জেন্সি হেল্প লাইনের ব্যবস্থা করেছি। গার্মেন্টস পরিদর্শনের জন্য পরিদর্শক রেখেছি। আমরা শ্রম আইন সংশোধন করেছি।
এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় তহবিল থেকে দুস্থ শ্রমিকদের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
