বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি ভয়ংকর নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়াবিদ এবং আবহাওয়াসংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও বলছে, এটি আরও শক্তিশালী হয়ে শুক্রবার (২৪ মে) নাগাদ গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘রেমাল’ পরিণত হতে পারে। তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে ও ট্রলারকে ২৩ মে বৃহস্পতিবারের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২২ মে) হিন্দুস্তান টাইমস ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানায়, বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে। সাগরের ওপর দিয়ে সেই নিম্নচাপ অঞ্চল ক্রমেই এগোচ্ছে উত্তর-পূর্ব দিকে। শুক্রবার তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে।
এদিকে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, তা আরও ঘণীভূত হতে পারে।
