সর্বশেষ আবহাওয়ার সতর্কবার্তার তথ্যমতে সাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে আজ শনিবার (২৫ মে) ঘূর্ণিঝড় ‘রেমালে’ পরিণত হতে পারে। আর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৫ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সারা দেশে ভাসমান টার্মিনাল থেকে এলএনজি গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে এর প্রভাবে সারা দেশে গ্যাস সরবরাহ কমে যেতে পারে বলে সতর্ক করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
শুক্রবার (২৪ মে) রাতে এক বার্তায় এমন সতর্কতা জানানোর পাশাপাশি ভোক্তাদের উদ্দেশে দুঃখ প্রকাশ করা হয়েছে।
কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে বাংলাদেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল আছে। জাহাজে করে এলএনজি কিনে আনার পর তা টার্মিনালের মাধ্যমে রিগ্যাসিফিকেশনের পর পাইপলাইনে করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে সাগর বিক্ষুব্ধ থাকলে ভাসমান টার্মিনালের কার্যক্রমে ব্যাঘাত ঘটে।
জ্বালানি বিভাগের বার্তায় বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গত বৃহস্পতিবারও দেশে তিন হাজার ৯৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছিল যার মধ্যে এলএনজির মিশ্রণ ছিল এক হাজার ৭৭ মিলিয়ন ঘনফুট। শুক্রবারের হিসাব প্রকাশিত না হওয়ায় কাগজে কলমে সমস্যার মাত্রা স্পষ্ট হয়নি।
