ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪৭ জেলায় ২৯ মে ব্যাংক বন্ধ থাকবে

আপডেট : ২৩ মে ২০২৪, ০৫:৩৪ পিএম

দেশের ৪৭টি জেলার ১১১টি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বুধবার (২৯ মে) বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ মে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৯ মে রংপুর বিভাগের ৭টি, রাজশাহী বিভাগের ৬টি, খুলনা বিভাগের ৪টি, বরিশাল বিভাগের ৬টি, ঢাকা বিভাগের ৭টি, ময়মনসিংহ বিভাগের ৩টি, সিলেট বিভাগের ৪টি ও চট্টগ্রাম বিভাগের ১০টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

RY/AST
আরও পড়ুন