বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ করেছে মালদ্বীপ সরকার

আপডেট : ২৪ মে ২০২৪, ০৬:৩০ এএম

নির্ধারিত কোটা পূরণ হওয়ায় বাংলাদেশ থেকে আর নতুন কোন কর্মী ভিসা দিবে না মালদ্বীপ সরকার। হাইকমিশন বলেছে, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশের এক লাখ কর্মী সেখানে কাজ করতে পারে।

দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কিছু নেই। যিনি যে কোম্পানিতে কাজের জন্য ভিসা পেয়েছেন, তাঁকে সেই কোম্পানিতে কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে দেশে ফেরত পাঠানো হতে পারে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ গণমাধ্যমে বলেন, ‘মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী সেখানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সেই প্রেক্ষিতে নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ আছে।’ 
 
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের কর্মীদের কোটা বাড়ানো ও আবার ভিসা চালু করার চেষ্টা চলছে।’ 

কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে বৈধভাবে মালদ্বীপে যাওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘ভ্রমণ ভিসা বা ফ্রি ভিসায় সেখানে গিয়ে অনেকে বিপাকে পড়েছেন। কাজের জন্য যাঁরা যাবেন, তাঁরা যেন বিএমইটি কার্ড নিয়ে যান।’ 
 

AH
আরও পড়ুন