ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তৃতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

আপডেট : ৩০ মে ২০২৪, ০৩:৪৭ এএম

তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) ৮৭টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দৈনিক খবর সংযোগ প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এই রিপোর্ট লেখার সময় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন-

ফরিদপুর: সদরপুর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া: বাঞ্ছারামপুরে তৃতীয়াবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম।

বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম আশরাফুল কবীর বিপুল ফারাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান চেয়ারম্যান নির্বচিত হয়েছেন।

নীলফামারী: উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চন্দনাইশ: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ।

দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মিনহাজ আশরাফী বাবু।

শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান চেয়ারম্যান ভানু লাল রায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন বাবলু।

দিনাজপুর: সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার।

সাতক্ষীরা: সদর উপজেলা পরিষদ নির্বাচনে মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নানিয়ারচর: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ মূল দলের অমর জীবন চাকমা। ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদার এবং নারী ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা বিজয়ী হয়েছেন।

লংগদু: রাঙ্গামাটির লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বাবুল দাশ বাবু।  ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন মো. রকিব হোসেন এবং নারী মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন ফাতেমা জিন্নাহ।

লালমনিরহাট সদর: জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান সুজন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এরশাদুল করিম রাজু। আর বিনা প্রতিদ্বিন্দ্বিতায় নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লতিফা বেগম লাকী।

রামু: কক্সবাজারের রামু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম ভুট্টো (মোটরসাইকেল)।

উখিয়া: কক্সবাজারের  উখিয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী (আনারস)। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মানবজমিন-এর স্টাফ রিপোর্টার (কক্সবাজার) রাসেল চৌধুরী।

টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাফর আহম্মদ (আনারস)।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিমল কান্তি চাকমা কাপ পিরিচ প্রতীক ১০ হাজার ১৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বগুড়া: তৃতীয় ধাপে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৬৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ আহমেদ বুলবুল (তিনি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের আপন ছোট ভাই)।

নেত্রকোণা: মদন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ইফতেখারুল আলম খান চৌধুরী। অপরদিকে মোহনগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন শহীদ ইকবাল। 

টাঙ্গাইল: চেয়ারম্যান পদে টাঙ্গাইল সদরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, নাগরপুরে প্রয়াত আওয়ামী লীগ দলীয় সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে কেএম সালমান শামস ও দেলদুয়ারে মাহমুদুল হাসান মারুফ নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ: চেয়ারম্যান পদে দোয়ারাবাজারে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু বিজয়ী হয়েছেন।

সোনাগাজী ও দাগনভূঞা (ফেনী): চেয়ারম্যান পদে সোনাগাজীতে জহির উদ্দিন মাহমুদ লিপটন বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন গণি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। দাগনভূঞায় জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন বিজয় হয়েছেন।

কিশোরগঞ্জ: চেয়ারম্যান পদে মিঠামইনে আছিয়া আলম, ইটনায় চৌধুরী কামরুল হাসান, তাড়াইলে জাতীয় পার্টির জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ও করিমগঞ্জে মোজাম্মেল হক মাখন নির্বাচিত হয়েছেন।

জামালপুর: চেয়ারম্যান পদে মেলান্দহে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. দিদারুল পাশা নির্বাচিত হয়েছেন।

গুরুদাসপুর (নাটোর): চেয়ারম্যান পদে গুরুদাসপুরে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মেদ আলী মোল্লা নির্বাচিত হয়েছেন।

নওগাঁ: চেয়ারম্যান পদে আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. এবাদুর রহমান প্রামানিক নির্বাচিত হয়েছেন। 

রংপুর: সদর উপজেলায় প্রথমবার চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন। অন্যদিকে, গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এম মাহবুব উল্লাহ কিসমত। অপরদিকে, আওলাদ মৃধা সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালীর ৩ উপজেলা: সদর উপজেলা চেয়ারম্যান পদে এ কে এম সামছুদ্দিন জেহান বিজয়ী হয়েছেন। বেগমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো.সাহেদ শাহরিয়ার বিজয়ী হয়েছেন। অপরদিকে, কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপুল নির্বাচিত হয়েছেন।

সিলেট জেলার ৩ উপজেলা: বিয়ানীবাজার উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল কাশেম পল্লব। ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির। অপরদিকে, বালাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আনহার মিয়া।

পাবনা: ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক, আটঘরিয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য মো. তানভীর ইসলাম ও সদরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বুড়িচং: বুড়িচংয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দার চেয়ারম্যার পদে নির্বাচিত হয়েছেন।

মুরাদনগর: মুরাদনগরে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য আহসানুল আলম কিশোর চেয়ারম্যার পদে নির্বাচিত হয়েছেন।

দেবীদ্বার: দেবীদ্বারে উপজেলা যুবলীগের সদস্য মো. মামুনুর রশিদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুর: গোসাইরহাটে আওয়ামী লীগ–সমর্থিত ব্যবসায়ী মোশারফ হোসেন ও ডামুড্যায় জেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ গোলন্দাজ নির্বাচিত হয়েছেন। 

নাগরপুর: নাগরপুর উপজেলায় টাঙ্গাইল -৬ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেনের ছেলে কে এম সালমান শামস নির্বাচিত হয়েছেন।

মোহনগঞ্জ: মোহনগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

ঈশ্বরগঞ্জ: ঈশ্বরগঞ্জে জেলা আওয়ামী লীগের সদস্য মো. বদরুল আলম নির্বাচিত হয়েছেন। 

মাদারগঞ্জ: মাদারগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্যাহ জয় পেয়েছেন।

AS
আরও পড়ুন