ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

আপডেট : ০৬ জুন ২০২৪, ০১:৫২ এএম

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে বুধবার (৫ জুন) ৬০টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দৈনিক খবর সংযোগ প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এই রিপোর্ট লেখার সময় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন-

যশোর সদর: যশোর সদর উপজেলায় যুবলীগ নেতা তৌহিদুর রহমান চাকলাদার ফন্টু মোটর সাইকেল প্রতীক নিয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ সদর: সুনামগঞ্জ সদর উপজেলায় মোটর সাইকেল প্রতীকের খায়রুল হুদা চপল জয়ী হয়েছেন। ৭৮টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৩৬ হাজার ১৯৪ ভোট।

মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২৮৫৩ ভোট।

মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাবেক বিএনপি নেতা সৈয়দ শাহজাহান ৬২ হাজার ৪৮২ ভোট পেয়ে টানা ৩য় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া মার্কা প্রতীকে ৫৭ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আমতলী: বরগুনার আমতলী উপজেলায় গোলাম সরোয়ার ফোরকান ও তালতলী উপজেলায় মনিরুজ্জামান মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শান্তিগঞ্জ: সুনামঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের সাদাত মান্নান অভি জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪১ হাজার ৩২৮ ভোট।

ছাগলনাইয়া: ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার বিপুল ভোটে জয় লাভ করেছেন।

সিলেটের ২ উপজেলা: জকিগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান মো. লোকমান উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, কানাইঘাট উপজেলায় সিলেট জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

রংপুরের ২ উপজেলা: রংপুর বদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী সুইট। অন্যদিকে তারাগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান লিটন। 

সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ৪২ হাজার ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

কেন্দুয়া: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন দুইবারের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূইয়া।

ভোলার ২ উপজেলা: মনপুরা উপজেলায় মো. জাকির হোসেন, চরফ্যাশন উপজেলায় জয়নাল আবেদীন আকন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জের ২ উপজেলা: কামারখন্দ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরী। অন্যদিকে রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে গোলাম হোসেন শুভন সরকার ঘোড়া প্রতীকে ৭০ হাজার ৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বরিশালের ৩ উপজেলা: বরিশাল বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলার একমাত্র নারী প্রার্থী ফারজানা বিনতে ওহাব। উজিরপুরে চেয়ারম্যান হয়েছেন হাফিজুর রহমান ইকবাল এবং বানারীপাড়ায় গোলাম ফারুক।

কুমিল্লার ৩ উপজেলা: চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান মো. রহমত উল্লাহ বাবুল ও হোমনা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রেহেনা বেগম। অন্যদিকে নাঙ্গলকোট উপজেলায় চেয়ারম্যান পদে নাজমুল হাসান বাছির ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

লোহাগাড়া: লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনী ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরী।

ফরিদপুরে ২ উপজেলা: বোয়ালমারী উপজেলা বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী মনিরুল হক বিজয়ী হয়েছেন।

চাঁদপুরের ২ উপজেলা: কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. মাহবুব আলম এবং ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন খাজে আহমেদ মজুমদার।

বগুড়ার ৩ উপজেলা: নন্দীগ্রাম উপজেলায় আনোয়ার হোসেন রানা এবং শেরপুরে উপজেলায় শাহ জামাল সিরাজী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ধুনটে উপজেলা সাবেক এমপি হবিবর রহমানের ছেলে আসিফ ইকবাল সনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলা: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শাহদাৎ হোসেন শোভন এবং নবীনগর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুখ আহমেদ। এদিকে বিজয়নগর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলীকে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন মো. আল জাবের। 

ভৈরব: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাচনে ১৫ হাজার ৭শ ৭৫ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আবুল মনসুর।

ময়মনসিংহের ৩ উপজেলা: ভালুকা উপজেলায় হাজী রফিকুল ইসলাম রফিক, গফরগাঁও উপজেলায় আশরাফ উদ্দিন বাদল এবং নান্দাইলে আমিনুল ইসলাম শাহান উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

রাজশাহীর ২ উপজেলা: বাঘা উপজেলায় লায়েব উদ্দিন লাভলু এবং চারঘাট উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদুল হাসান।

খুলনার ৩ উপজেলা: দাকোপ উপজেলায় আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলায় মো. মোতাহার হোসেন এবং রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এস এম হাবিবুর রহমান। 

টাঙ্গাইলের ৪ উপজেলা: গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেএম গিয়াস উদ্দিন, মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও সখীপুরে মুহাম্মদ আবু সাইদ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে কাজী অলিদ ইসলাম পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত আসছে...

AS
আরও পড়ুন