নেপাল থেকে আসবে বিদ্যুৎ, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় সিদ্ধান্ত

আপডেট : ১১ জুন ২০২৪, ০২:৩৩ পিএম

নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ কিনছে বাংলাদেশ। বাংলাদেশি টাকায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৮টাকা ১৭ পয়সা। এতে ৫ বছরে সাড়ে ৬শ কোটি টাকা খরচ হবে।

মঙ্গলবার (১১ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় বিভাগের সচিব মাহমুদুল হোসেন খান ব্রিফিংয়ে জনান, বাংলাদেশ-নেপাল-ভারত ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই বিদ্যুত কেনা হবে। এর জন্য প্রতি ইউনিট খরচের বাইরে ভারতকে ট্রান্সমিশন চার্জ দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেপাল সফরে এ বিষয়ে চুক্তি হবে।

সভায় টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্তও হয়েছে। প্রতি লিটারের মূল্য ১৫০.৯০ টাকা পড়বে। সবমিলিয়ে ৩৩১ কোটি ৫৮ লাখ টাকার সয়াবিন তেল কেনা হবে। ১ কোটি পরিবার স্বল্পমূল্যে এই তেল পাবে। 

এছাড়া জ্বালানি তেল, সার কেনার সিদ্ধান্তও অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর আগে জরুরি প্রয়োজনে রাষ্ট্রীয় পর্যায়ে কাতার এবং সৌদি আরব থেকে ইউরিয়া সার আমদানির চুক্তি আরও এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

MB/FI
আরও পড়ুন