শিক্ষার্থীদের চলমান কোটাবিরোধী আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এটা আদালতের বিষয়। আমাদের অবস্থান হল, যেটা আদালতের বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করবো না। যারা আন্দোলন করছে তাদেরও অপেক্ষা করতে হবে।
সোমবার (৮ জুলাই) দুপুরে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দপ্তর সম্পাদকের কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আজকের বৈঠকে নানান বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সেই বিষয় নিয়ে এই মুহূর্তে গণমাধ্যমে কিছু বলা যাচ্ছে না।
তিনি বলেন, আমাদের কাছে তথ্য এসেছে, বিভিন্ন জায়গা থেকে অনেকেই নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। একথা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকের সংবাদ সম্মেলনেও বলেছেন। যেহেতু উনি সংবাদ সম্মেলনেই বলেছেন, এই বিষয় নিয়ে আমি কোনও কথা বলতে আগ্রহী না।
গণমাধ্যমে খবর এসেছে ২৫% শতাংশ কোটা বহাল রাখার সিদ্ধান্ত এসেছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা আমি জানি না
নওফেল আরও বলেন, এই বিষয় নিয়ে যেহেতু সরকার আগেই একটা আপিল করেছেন প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নিয়ে সুতরাং আমি মন্তব্য করতে চাই না। আদালতের এই বিষয়টা সহসা সমাধান হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয় নিয়ে আইনমন্ত্রী বলতে পারবেন।
