ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজশাহীতে সেনাপ্রধান

জীবন ঝুঁকিতে আছে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৮:২৬ পিএম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জীবন বিপন্ন হতে পারে ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, সেক্ষেত্রে তাদের বিচারের আওতায় আনা যাবে, শাস্তি হবে।

তিনি বলেন, অবশ্যই আমরা চাইব না তাদের সঙ্গে বিচারবহির্ভূত হামলা বা কোনো কিছু ঘটুক। যে মতেরই হোক, যে দলেরই হোক জীবনের ওপর হুমকি থাকলে আমরা আশ্রয় দিয়েছি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের ব্রিফিংয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বহির্বিশ্বের কোনো চাপ নেই, রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

 

HK
আরও পড়ুন