ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নজিরবিহীন বন্যায় পানি বন্দি ৩৬ লাখ মানুষ, নিহত ৮

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৯:১৮ এএম

নজিরবিহীন বন্যায় দেশের ১০ জেলায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩৬ লাখ মানুষ। এতে ৮ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে কতজন নিখোঁজ হয়েছেন তা এখনোও জানা যায়নি। তলিয়ে গেছে কয়েক লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি। আশ্রয় আর খাবারের অভাবে মানবেতর জীবনে হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা পযর্ন্ত বন্যার পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লায় চারজন, কক্সবাজারে দুজন, ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া পানির স্রোতে ভেসে কক্সবাজারে দুজন নিখোঁজ হয়েছেন। 

নিহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা কেরামত আলী (৪৫), কুমিল্লা নগরের ছোট এলাকার কিশোর রাফি (১৫) ও চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাটিয়া গ্রামের শাহাদাত হোসেন (৩৪) এছাড়া লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

কক্সবাজারে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রামুর গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি গ্রামের আমজাদ হোসেন (২২) ও ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরিপাড়ার বাসিন্দা নুরুল কবিরের ১০ বছর বয়সী মেয়ে। ফেনীর ফুলগাজী উপজেলায় মারা গেছেন একজন। তার পরিচয় জানা যায়নি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বীরচন্দ্রপুর গ্রামে সুবর্ণা আক্তার (১৯) নামের এক নারী মারা গেছেন।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে ১০ জেলায় প্রায় ৩৬ লাখ মানুষলক্ষাধিক মানুষ। এরই মধ্যে চট্টগ্রামের মীরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধের ৩০ ফুট জায়গা ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে।

AHA/FI
আরও পড়ুন