ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তসলিমা নাসরিনের পোস্টের জবাবে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:১৯ এএম

কিছুদিন আগেই ফেসবুক ‘মৃত’ ঘোষণা করেছিল ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে। এবার বাংলাদেশে নিষিদ্ধ দুই সংগঠন নিয়ে তার ফেসবুকে পোস্ট করা নিয়ে আলোচনায় উঠেছেন তিনি।

তবে তসলিমা নাসরিন দাবি প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, বাংলাদেশে হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ সংগঠন। এই ধরনের সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।

রোববার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফ্যাক্টস ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, এই দুই সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন যে দাবি করেছেন, সেটি সত্যি নয়।

পোস্টে বলা হয়, উগ্রপন্থি সংগঠন হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থি সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। সম্প্রতি ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুই গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।

উল্লেখ্য, তসলিমা নাসরিনকে ২০০৮ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত করা হয়। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন।

AHA/FI
আরও পড়ুন