ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিএমপির নির্দেশনা

সেদিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহনকে মিরপুর মাজার রোড এড়িয়ে বিকল্প সড়ক দিয়ে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিদেশি কূটনীতিকসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।

সেদিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহনকে মিরপুর মাজার রোড এড়িয়ে বিকল্প সড়ক দিয়ে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির নির্দেশনার মধ্যে আছে-

আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসার ক্ষেত্রে নবাবেরবাগ ক্রসিং থেকে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) হয়ে আসতে হবে।

মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রমের পরিবর্তে টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাঙলা কলেজ-মিরপুর ১ নম্বর সড়ক ব্যবহার করতে হবে।

মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১ নম্বর ও মাজার রোড হয়ে গাবতলীর যাওয়ার পরিবর্তে মিরপুর-১ এর তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী যেতে হবে।

গাবতলী থেকে ঢাকামুখী যানবাহনকে ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করতে হবে।

দারুসসালাম থানা এলাকা থেকে বিভিন্ন গন্তব্যের যানবাহনকে ১০ নম্বর কমিউনিটি সেন্টারের রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করতে হবে।

NC/WA
আরও পড়ুন