ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাংবাদিকদের স্বাধীনতা এক ইঞ্চিও আটকাবে না সরকার: প্রেস সচিব

বিগত সময়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে কেউ কেউ দালালি করে রাজউকের প্লট বাগিয়ে নেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা এক ইঞ্চি পরিমাণও আটকানোর পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনে ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, এই সরকার কখনোই কোনো সাংবাদিক বা সংবাদপত্রে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। সরকারের উদ্দেশ্যই হচ্ছে মুক্ত গণমাধ্যম এবং মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করা।

সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে উল্লেখ করে শফিকুল আলম বলেন, গত চার মাসে আমরা কাউকে মানা করিনি। আপনারা লিখুন। আপনারা আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিন, দেখিয়ে দিন। ক্ষমতায় থাকলে এক ধরনের অন্ধত্ব কাজ করে। অনেক কিছু বোঝা যায় না। তাই দায়িত্ব নিয়ে ভুল ধরিয়ে দিন।

প্রেস সচিব বলেন, আমরা আন্দোলনে আহত না হলেও ট্রমাটাইজ হয়েছি। আমাদের মুখ বন্ধ রাখার জন্য যা যা করা দরকার তাই করা হয়েছে। আবার আমাদের মধ্যে কেউ কেউ দালালি করেছে। যারা রাজউকের প্লট বাগিয়ে নিয়েছে, বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছে।

শফিকুল আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করছে এবং তাদের প্রতিবেদন অনুযায়ী গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

গণমাধ্যমের মালিকরা যেন সাংবাদিকদের মুখ বন্ধ করতে না পারে, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায় জানিয়ে তিনি বলেন, সংবাদপত্রের মালিকরা এবার নিরাপত্তা সামগ্রী ছাড়াই তাদের সংবাদকর্মীদের মাঠে সংবাদের জন্য পাঠানো হয়েছে যখন নির্বিচারে গুলি করা হচ্ছিল। ডিআরইউ, প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনগুলোর এটা নিয়ে প্রটেস্ট করা উচিত। 

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা, বানোয়াট নিউজ ছড়ানো হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশি গণমাধ্যমকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।

JA
আরও পড়ুন