ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ এএম

ঢাকা-জয়দেবপুর রুটে রেলওয়ে গণপরিবহন সুবিধা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুর রেলস্টশেনে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

নতুন এই কমিউটার ট্রেনের মাধ্যমে যাত্রীরা যাওয়া-আসা করতে পারবেন সহজেই।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ উপদেষ্টা বলেন, যাত্রীদের রেলে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করতে আগামী ২৬শে মার্চ থেকে ঢাকা-নরসিংদী রুটসহ কয়েকটি রুটে কমিউটার ট্রেন বাড়ানো হবে।

উদ্বোধন অনুষ্ঠানে রেল সচিব, গাজীপুরের জেলা প্রশাসকসহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, নতুন ট্রেন চালুর খবরে আজ সকাল থেকেই স্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করে গাজীপুরের বাসিন্দারা বলেন, ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকার দূরত্ব আরও কমবে।

SN/AHA
আরও পড়ুন